চেন্নাইয়ের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল কেকেআর!

চেন্নাইয়ের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল কেকেআর! ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে ১৭৮ রান তাড়া করতে নেমে ১৪ বল বাকি থাকতে ৬ উইকেট জয় ছিনিয়ে নিল কেকেআর৷ দলীয় ৯৭ রানে টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে হারায় কলকাতা। তারপরেও এতটা কলকাতাকে এমন সহজ জয় এনে দিলেন শুভমন গিল। শুভমন গিল খেললেন অপরাজিত ৫৭ রানের ইনিংস৷ তরুণ এই ক্রিকেটারকে যোগ্য সঙ্গ দিলেন নাইট অধিনায়ক দীনেশ কার্তিক৷ ১৮ বলে ৪৫ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন দীনেশ৷ কার্তিকের ইনিংস সাজানো ৭টি চার ও ১টি ছয় দিয়ে৷ শুভমনের দুরন্ত ইনিংসে রয়েছে ৬টি চার ও ২টি ছয়৷ আইপিএলে এটাই শুভমনের প্রথম অর্ধশতরান৷ রান তাড়া করতে নেমে শুরুতে ক্রিস লিন দ্রুত আউট হয়ে ডাগআউটে ফেরেন৷ তবে সেই ধাক্কা বুঝতে দেননি সুনীল নারিন৷ নাইটদের স্কোরবোর্ড সচল রাখার কাজটা চালিয়ে যান এই ‘মিস্ট্রি’ ব্যাটসম্যান৷ ২০ বলে ৩২ রানের ঝকঝকে ইনিংস খেলেন ভিভ রিডার্সের দেশের টি-টোয়েন্টি স্পেশালিস্ট৷ তার ব্যাটে ভর করেই পাওয়ার প্লে শেষে দুই উইকেট হারিয়ে ৫৬ রান তোলে কেকেআর৷ উথাপ্পা-নারিনরা ডাগআউটে ফিরলে এরপর নাইট ইনিংসের হাল ধরেন শুভমন গিল৷ তৃতীয় উইকেটে নারিনের সঙ্গে ২৪ ও চতুর্থ উইকেটে রিঙ্কু সিংয়কে সঙ্গী করে ৩৩ রানের পার্টনারশিপ গড়েন শুভমন৷ এই দুই পার্টনারশিপই নাইটদের ম্যাচ জয়ের ভিত গড়ে দেয়৷ শেষদিকে অধিনায়ক দীনশের সঙ্গে শুভমনের ৮৩ রানের ম্যাচ উইনিং পার্টনারশিপ নাইটদের সহজ জয় এনে দেয়৷ চেন্নাইয়ের ফিল্ডিং এদিন হতাশ করেছে। ফিল্ডিংয়ের জন্যই ম্যাচের রাশ হাতছাড়া করে সিএসকে৷ পাওয়ার প্লে’র দ্বিতীয় ওভারে আসিফের বলে পরপর দু’বার সুনীল নারিনের ক্যাচ হাতছাডা় করেন জাদেজা৷ ১৪বল বাকি থাকতে চেন্নাইয়ের বিরুদ্ধে এই জয়ের ফলে আইপিএল পয়েন্ট তালিকায় এই মুহূর্তে দশ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এল নাইটব্রিগেড৷ অন্যদিকে কেকেআরের কাছে হেরে শীর্ষস্থান খুইয়ে একধাপ নামলেন ধোনিরা৷ ১২ পয়েন্ট নিয়ে তাঁরা এই মুহূর্তে পয়েন্ট টেবলে দু’নম্বরে সিএসকে৷ সমসংখ্যাক পয়েন্ট নিয়ে রান রেটের বিচার এগিয়ে থাকায় এক নম্বরে উঠে এল সানরাইজার্স হায়দরাবাদ৷ KKR took away the win against Chennai Dhoni, who hit 178 runs against Chennai Chennai, took 14 balls to spare and took 6 wickets in the KKR. Kolkata beat Kolkata Knight Riders by four batsmen Even then, it was such a simple victory that Calcutta gave so much to Gov Suvhuman Gill played an unbeaten 57 runs innings. Young cricketer Dinesh Karthik has given the company a favorable captain Dinesh Karthik Dinesh left the field with an unbeaten 45 off 18 balls. Kartik batted with seven fours and one six in the order. There are 6 fours and two six in good innings of good quality. This is the first half-century in the IPL. Chris Lynn came out quickly to get back to the chase and went back to dugout. But Sunil Narine did not understand the shock. The 'Mystery' batsman continued to keep the Knights scoreboard active. Viv Richards, T20 specialist of the country, played 32 runs in 20 balls. KKR thrashed 56 runs for the loss of two wickets at the end of the Power Play with his bat. Uthappa-Narin returned to Dougau, then took the lead in the knock-off knockdown. Suryan Prasad scored 33 runs for the fourth wicket with Niran and Rinku Singh for the fourth wicket in the third wicket. These two partnerships gave the Knights their match-winning ground. In the end, captain Dinesh, with the help of Suvhman's 83 runs match-winning partnerships knight easy win. The fielding of Chennai has disappointed. CSK missed out of the match for fielding. In the second over of the Power Play Asif, Jadeja was caught by Sunil Narine twice for the second time. The victory against Chennai on 14 balls left the IPL 10 points with three points from the points table, On the other hand, losing to top-ranked KKR, Dhoni lost one point. With 12 points, they are now sitting at the points table at both the CSK. As the run-rate of the issue with the fixed points stood at one place, Sun Sunrise Hyderabad

Gill, Narine star as Kolkata Knight Riders outclass Chennai Super Kings at Eden Gardens

চেন্নাইয়ের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল কেকেআর!

ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে ১৭৮ রান তাড়া করতে নেমে ১৪ বল বাকি থাকতে ৬ উইকেট জয় ছিনিয়ে নিল কেকেআর৷

 দলীয় ৯৭ রানে টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে হারায় কলকাতা। তারপরেও এতটা কলকাতাকে এমন সহজ জয় এনে দিলেন শুভমন গিল।

শুভমন গিল খেললেন অপরাজিত ৫৭ রানের ইনিংস৷ তরুণ এই ক্রিকেটারকে যোগ্য সঙ্গ দিলেন নাইট অধিনায়ক দীনেশ কার্তিক৷ ১৮ বলে ৪৫ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন দীনেশ৷

কার্তিকের ইনিংস সাজানো ৭টি চার ও ১টি ছয় দিয়ে৷ শুভমনের দুরন্ত ইনিংসে রয়েছে ৬টি চার ও ২টি ছয়৷ আইপিএলে এটাই শুভমনের প্রথম অর্ধশতরান৷

রান তাড়া করতে নেমে শুরুতে ক্রিস লিন দ্রুত আউট হয়ে ডাগআউটে ফেরেন৷ তবে সেই ধাক্কা বুঝতে দেননি সুনীল নারিন৷ নাইটদের স্কোরবোর্ড সচল রাখার কাজটা চালিয়ে যান এই ‘মিস্ট্রি’ ব্যাটসম্যান৷ 

২০ বলে ৩২ রানের ঝকঝকে ইনিংস খেলেন ভিভ রিডার্সের দেশের টি-টোয়েন্টি স্পেশালিস্ট৷ তার ব্যাটে ভর করেই পাওয়ার প্লে শেষে দুই উইকেট হারিয়ে ৫৬ রান তোলে কেকেআর৷

উথাপ্পা-নারিনরা ডাগআউটে ফিরলে এরপর নাইট ইনিংসের হাল ধরেন শুভমন গিল৷ তৃতীয় উইকেটে নারিনের সঙ্গে ২৪ ও চতুর্থ উইকেটে রিঙ্কু সিংয়কে সঙ্গী করে ৩৩ রানের পার্টনারশিপ গড়েন শুভমন৷

এই দুই পার্টনারশিপই নাইটদের ম্যাচ জয়ের ভিত গড়ে দেয়৷ শেষদিকে অধিনায়ক দীনশের সঙ্গে শুভমনের ৮৩ রানের ম্যাচ উইনিং পার্টনারশিপ নাইটদের সহজ জয় এনে দেয়৷

চেন্নাইয়ের ফিল্ডিং এদিন হতাশ করেছে। ফিল্ডিংয়ের জন্যই ম্যাচের রাশ হাতছাড়া করে সিএসকে৷ পাওয়ার প্লে’র দ্বিতীয় ওভারে আসিফের বলে পরপর দু’বার সুনীল নারিনের ক্যাচ হাতছাডা় করেন জাদেজা৷

১৪বল বাকি থাকতে চেন্নাইয়ের বিরুদ্ধে এই জয়ের ফলে আইপিএল পয়েন্ট তালিকায় এই মুহূর্তে দশ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এল নাইটব্রিগেড৷

অন্যদিকে কেকেআরের কাছে হেরে শীর্ষস্থান খুইয়ে একধাপ নামলেন ধোনিরা৷ ১২ পয়েন্ট নিয়ে তাঁরা এই মুহূর্তে পয়েন্ট টেবলে দু’নম্বরে সিএসকে৷ সমসংখ্যাক পয়েন্ট নিয়ে রান রেটের বিচার এগিয়ে থাকায় এক নম্বরে উঠে এল সানরাইজার্স হায়দরাবাদ৷

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget