ভালোবাসার আগে মেয়েরা যে ৫ টি ইঙ্গিত দেয়!
প্রেমে হাবুডুবু খাচ্ছেন । কিন্তু আগ বাড়িয়ে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেবেন, সেই সাহস নেই। আবার বুঝবেন কী করে, তারও দুর্বলতা আছে কি নেই।
আসলে মেয়েরা ভালোবাসার কথা কখনও মুখে বলে না। তবে ভালোবাসার আগে মেয়েরা তার পছন্দের মানুষটিকে অনন্ত ৫ টি ইঙ্গিতের মাধ্যেমে বোঝানোর চেষ্ট করে যে, সেও আপনাকে ভালবাসে।
১। চুল নিয়ে খেলা-
নিরিবিলিতে থাকলে দেখবেন, মেয়েটি একটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। আপনার সঙ্গে কথা বলার সময় চুল নিয়ে খেলে যাচ্ছে আনমনে। চোখের দিকে তাকালে বুঝবেন, তার শরীরী ভাষাই বলে দিচ্ছে, কী চায় আর কী চায় না। নির্ভাবনায় তাকে বলতে পারেন।
২। চোখে চোখে কথা বল
আপনাকে যদি অপছন্দ হয়, কোনও মেয়েই আপনার সঙ্গে ঘুরতে যেতে রাজি হবে না। যদি দেখেন মেয়েটি আপনার কথা মন দিয়ে শুনছে, পলক পড়ছে না, একদৃষ্টে আপনার চোখের দিকে তাকিয়ে, বুঝবেন তার মনে আপনার জন্য একটা জায়গা রয়েছে।
৩। চলও না কাছাকাছি কোথাও ঘুরে আসি-
যদি দেখেন মেয়েটি আপনাকে বারবার বলছে, কোথাও ঘুরতে যাওয়ার জন্য, বুঝবেন, স্বস্তি বোধ না করলে কখনই বলত না। জানবেন, নিরিবিলিতে আপনার সঙ্গ পেতেই এভাবে অনুরোধ করছে।
৪। কথায় কথায় হেসে লুটোপুটি-
ধরুন কলেজ ক্যান্টিনে বা কফিশপে বসে বন্ধুরা চুটিয়ে আড্ডা দিচ্ছেন। সেখানে সেই মেয়েটিও আছে। তার মনোযোগ কাড়তে আপনি হয়তো মজা করে কিছু বলার চেষ্টা করছেন। জানেন যদিও তাতে কারও হাসি পাবে না। দেখলেন কেউ হাসলও না। একমাত্র সে ছাড়া। বুঝবেন, এও প্রেমেরই লক্ষণ।
৫। রেগে আগুন-
মেয়েটির সামনে ভুলেও যদি অন্য মেয়ের প্রশংসা করেছেন বা কিঞ্চিত আগ্রহ দেখিয়েছেন, দেখবেন হাসিখুশি মুখটা কেমন বর্ষার মেঘের মতো কালো হয়ে যায়।
রাগের মাথায়, যা নয় তাই দু-কথা আপনাকে শুনিয়েও দিতে পারে। নিশ্চিত থাকুন, মেয়েটি আপনাকে ভালোবাসে।
Before the love girls give 5 hints!
In love, they are eating. But by extension, she will offer love to the girl, she does not have the courage. Once again, understand what he does not have weaknesses.
Actually, girls do not even talk about love. But before love, the girls try to convince the person of her choice through infinite 5 hints that she loves you too.
1. Playing with hair
If you are in the window, you will see that the girl is trying to be close. Talking to you is going to play with hair, Look at the eyes and understand his body language, what he wants and what he does not want. You can tell him in silence.
2. Talk to your eyes
If you do not like, a girl will not be allowed to travel with you. If you see that she is listening to you carefully, you are not reading glance, looking at your eyes glance, and you have a place for yourself in her mind.
3. Do not go around somewhere nearby -
If you see that the girl is telling you repeatedly, to go somewhere, understand, never say without feeling comfortable. You know, you are requesting to have your company on the Niribili.
4. In the words lootpoti-
Suppose the college is sitting in the canteen or on the coffee table. There the girl also got there. You are trying to say something funny to earn his attention. I do not know if anyone can get a smile. Nobody saw or smile. Except him alone. Understand, this is also a sign of love.
5. Angry fire
If you have forgotten in front of the girl or praised another girl or shown interest in you, you will see how the sunny face turns black like rain clouds.
The head of the anger, which is not what the two words can give you. Be sure, the girl loves you.
ভালোবাসার আগে মেয়েরা যে ৫ টি ইঙ্গিত দেয়!
প্রেমে হাবুডুবু খাচ্ছেন । কিন্তু আগ বাড়িয়ে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেবেন, সেই সাহস নেই। আবার বুঝবেন কী করে, তারও দুর্বলতা আছে কি নেই।
আসলে মেয়েরা ভালোবাসার কথা কখনও মুখে বলে না। তবে ভালোবাসার আগে মেয়েরা তার পছন্দের মানুষটিকে অনন্ত ৫ টি ইঙ্গিতের মাধ্যেমে বোঝানোর চেষ্ট করে যে, সেও আপনাকে ভালবাসে।
১। চুল নিয়ে খেলা-
নিরিবিলিতে থাকলে দেখবেন, মেয়েটি একটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। আপনার সঙ্গে কথা বলার সময় চুল নিয়ে খেলে যাচ্ছে আনমনে। চোখের দিকে তাকালে বুঝবেন, তার শরীরী ভাষাই বলে দিচ্ছে, কী চায় আর কী চায় না। নির্ভাবনায় তাকে বলতে পারেন।
২। চোখে চোখে কথা বল
আপনাকে যদি অপছন্দ হয়, কোনও মেয়েই আপনার সঙ্গে ঘুরতে যেতে রাজি হবে না। যদি দেখেন মেয়েটি আপনার কথা মন দিয়ে শুনছে, পলক পড়ছে না, একদৃষ্টে আপনার চোখের দিকে তাকিয়ে, বুঝবেন তার মনে আপনার জন্য একটা জায়গা রয়েছে।
৩। চলও না কাছাকাছি কোথাও ঘুরে আসি-
যদি দেখেন মেয়েটি আপনাকে বারবার বলছে, কোথাও ঘুরতে যাওয়ার জন্য, বুঝবেন, স্বস্তি বোধ না করলে কখনই বলত না। জানবেন, নিরিবিলিতে আপনার সঙ্গ পেতেই এভাবে অনুরোধ করছে।
৪। কথায় কথায় হেসে লুটোপুটি-
ধরুন কলেজ ক্যান্টিনে বা কফিশপে বসে বন্ধুরা চুটিয়ে আড্ডা দিচ্ছেন। সেখানে সেই মেয়েটিও আছে। তার মনোযোগ কাড়তে আপনি হয়তো মজা করে কিছু বলার চেষ্টা করছেন। জানেন যদিও তাতে কারও হাসি পাবে না। দেখলেন কেউ হাসলও না। একমাত্র সে ছাড়া। বুঝবেন, এও প্রেমেরই লক্ষণ।
৫। রেগে আগুন-
মেয়েটির সামনে ভুলেও যদি অন্য মেয়ের প্রশংসা করেছেন বা কিঞ্চিত আগ্রহ দেখিয়েছেন, দেখবেন হাসিখুশি মুখটা কেমন বর্ষার মেঘের মতো কালো হয়ে যায়।
রাগের মাথায়, যা নয় তাই দু-কথা আপনাকে শুনিয়েও দিতে পারে। নিশ্চিত থাকুন, মেয়েটি আপনাকে ভালোবাসে।
Post a Comment