কক্সবাজারের টেকনাফে তাসফিয়ার দাফন সম্পন্ন!
কক্সবাজারের টেকনাফে তাসফিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাতে টেকনাফ ডিগ্রী কলেজ মাঠে নামাজে জানাযার পর কলেজ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাযায় আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ছাড়াও শোকাহত শত শত মানুষ অংশ নেন।
এর আগে, বিকালের দিকে চট্রগ্রাম মর্গে ময়নাতদন্ত শেষে তাসফিয়ার লাশ পৈত্রিক নিবাস টেকনাফ পৌরসভার ডেইল পাড়া এলাকায় পৌঁছলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এসময় আত্মীয় স্বজন কান্নায় ভেঙে পড়েন। তাদের আহাজারীতে বাতাস ভারী হয়ে উঠে।
এসময় আত্মীয়-স্বজন ছাড়াও শত শত জনতা বাড়িটিতে ভিড় জমান।
নির্মম হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানিয়েছেন উপস্থিত সবাই।
উল্লেখ্য, ফেসবুকে বন্ধুত্ব গড়ে তুলে এক মাসের মাথায় স্কুলছাত্রী তাসফিয়াকে শবেবরাতের রাতে (১ মে) ডেকে নিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
বুধবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
Tasfia Amin buried in Teknaf of Cox's Bazar
Tasfia Amin buried in Teknaf of Cox's Bazar He was buried at the adjacent graveyard at Teknaf Degree College ground on Thursday night.
In Janazah, hundreds of people, including relatives and neighbors, took part in the funeral.
Earlier, on the afternoon, after the autopsy at Chittagong morgue, the body of Tasfia Amin arrived in the Parel area of Teknaf Municipality, after receiving a heart-breaking scene. The relatives of the family broke down in tears. The air became heavy in their horoscope.
In addition to the relatives of relatives and hundreds of people gathered crowd in the house.
Demonstrators have demanded exemplary peace for those involved in the killing of the present.
It is to be noted that after making a friendship on Facebook, a month later, Tasafiya, a schoolgirl, was called on Saturday night (May 1) and murdered miscreants.
On Wednesday morning, police recovered his body from Chittagong's Patenga beach.
Post a Comment