'শ্রীদেবীর মৃত্যু পরিকল্পিত'

Bollywood legend actress Sridevi died on February 24 at a hotel in Dubai, 54 years of age. Already many types of mysteries have been created with his death. Imagine speculation that death is normal or unusual. First of all, the heart of the heart has been drowned in the water bath in the hotel baths Sridevi. Later, Dubai police had told the police that he was drowned in a water bath in an accident without heart. However, Delhi Police retired ACP BED Bhushan questioned the death of Sridevi. 'Sridevi's death is planned'. He claimed that the goddess was planning and killed. Ved said, "It is possible for anyone to be forced to throw it in the bathtub." It is possible to kill him by placing his breath down and drowning in water. Without this evidence, a man can be killed. Sridevi was also killed by planning. In an interview, Baid Bhushan told about the death of Sridevi in ​​the autopsy report of the police, we have the honor of the law system of the United Arab Emirates.  But we are not satisfied with the report submitted by Mrs Devi's autopsy. We want to know what exactly happened. There are still many questions to be answered. We will go to Dubai and investigate everything again. ' He went to Dubai's Jumeirah Emirates Towers to investigate the death of Sridevi. But he was not allowed to enter the hotel room. So he tried to understand the whole incident from the adjacent house and concluded that 'the plan of death of Srivedi' was planned. Prior to this, lawyer Sunil Singh also questioned the death of Mr. Devi. He said, how a 5.7 feet height would be 5.1 in the bathtub! Sridevi death not an accident, it is a planned murder,Boney Kapoor reveals what happened before Sridevi death,Sridevi death in Dubai, Bathtub deaths not as uncommon as you think,Sridevi Death, an Accident or Murder,Sridevi Death News & Funeral Update,Sridevi death after accidental drowning in hotel bathtub raises,Sridevi Death Controversy,Superstar, death a planned murder,sridevi death mystery,sridevi death reason,sridevi death cause,sridevi death youtube,sridevi death pic,sridevi death photo last,sridevi death video full,sridevi death latest news

Sridevi death not an accident, it is a planned murder,Boney Kapoor reveals what happened before Sridevi death,Sridevi death in Dubai, Bathtub deaths not as uncommon as you think,Sridevi Death, an Accident or Murder,Sridevi Death News & Funeral Update,Sridevi death after accidental drowning in hotel bathtub raises,Sridevi Death Controversy,Superstar, death a planned murder,sridevi death mystery,sridevi death reason,sridevi death cause,sridevi death youtube,sridevi death pic,sridevi death photo last,sridevi death video full,sridevi death latest news

Sridevi death not an accident, it is a planned murder

 'শ্রীদেবীর মৃত্যু পরিকল্পিত'

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী ভারতের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী(Sridevi ) ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের একটি হোটেলে ৫৪ বছর বয়সে মারা যান।
তার মৃত্যু নিয়ে ইতোমধ্যে নানা ধরনের রহস্য সৃষ্টি হয়েছে। মৃত্যুটি স্বাভাবিক না অস্বাভাবিক তা নিয়ে চলছে জল্পনা কল্পনা।

প্রথমে শোনা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে হোটেলের বাথটাবের পানিতে ডুবে মারা যান শ্রীদেবী। পরে দুবাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিলো, হৃদরোগে নয় দুর্ঘটনাবশত বাথটাবের পানিতে ডুবে মৃত্যু হয় তার।

তবে শ্রীদেবীর মৃত্যু নিয়ে এবার প্রশ্ন তুলেছেন দিল্লি পুলিশের অবসরপ্রাপ্ত এসিপি বেদ ভূষণ।  'শ্রীদেবীর মৃত্যু পরিকল্পিত'।শ্রীদেবীকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

বেদ বলেন, কাউকে চাইলেই তো জোর করে বাথটাবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যায়। পানিতে ডুবিয়ে রেখে তার নিঃশ্বাস বন্ধ করে তাকে হত্যা করা সম্ভব। এতে করে কোনো প্রমাণ ছাড়াই একজন মানুষকে মেরে ফেলা যায়। শ্রীদেবীকেও পরিকল্পনা করেই হত্যা করা হয়েছে।

এক সাক্ষাৎকারে বেদ ভূষণ শ্রীদেবীর মৃত্যু নিয়ে দুবাই পুলিশের ময়নাতদন্তের প্রতিবেদন বিষয়ে জানান, আরব আমিরাতের আইন ব্যবস্থার প্রতি আমাদের সম্মান রয়েছে।

 কিন্তু তারা শ্রীদেবীর ময়নাতদন্তের যে প্রতিবেদনটি জমা দিয়েছেন সেটি নিয়ে আমরা সন্তুষ্ট নই। ঠিক কি হয়েছিলো তার সঙ্গে আমরা সেটি জানতে চাই। এখনও অনেক প্রশ্নের উত্তর পাওয়া বাকি রয়েছে। আমরা দুবাই যাবো এবং সবকিছু পুনরায় তদন্ত করবো।’

শ্রীদেবীর মৃত্যুর তদন্ত করার জন্য তিনি দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ার্সে গিয়েছিলেন। কিন্তু হোটেলের ওই ঘরে তাকে ঢুকতে দেওয়া হয়নি। তাই তিনি পাশের ঘর থেকে সম্পূর্ণ ঘটনাটি বোঝার চেষ্টা করেছেন এবং সিদ্ধান্তে এসেছেন যে, 'শ্রীদেবীর মৃত্যু পরিকল্পিত'।

এর আগে, শ্রীদেবীর মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছিলেন আইনজীবী সুনীল সিংহও। তিনি বলেছিলেন, ৫.৭ ফুট উচ্চতাবিশিষ্ট একজন কী করে ৫.১ লম্বা বাথটাবে ডুবে যাবেন!

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget