অভ্যুত্থান চেষ্টার সময় সৌদির ক্রাউন প্রিন্স সালমান নিহত!

Prince Crown Prince Salman killed during coup attempt! Saudi influential Prince and Crown Prince Mohammed bin Salman have been surprised by the mass media in Iran for a while. They thought that he was killed during a coup attempt last month. News Sputnik News Iran's media have claimed that an attack occurred in the royal palace on April 21. During this time Saudi Prince of Salman is believed to have been killed in firing. According to a secret report coming to a senior Arab official, Iran's Ka'han magazine claims that two bullets hit Prince Salman's body while attacking the Saudi palace. He might have died. Because after this incident, Yuvraj was not seen publicly. Meanwhile, Press TV has highlighted several issues, since the incident, Saudi authorities did not publish any picture or video of Prince Salman. In the end of April, when US Secretary of State Mike Pampoe visited Saudi Arabia, Salman was not seen in any film. Press TV reports also said that in the media, Prince Salman is often seen in the media. But after the shootings in Riyadh, he and media have not seen him for the last 27 days. As a result, the absence of Prince Salman's absence for a long time has raised questions about his survival.

Saudi Arabia crown prince,Where is Mohammad bin Salman,Where is Mohammad bin Salman

Mohammad bin Salman

অভ্যুত্থান চেষ্টার সময় সৌদির ক্রাউন প্রিন্স  সালমান নিহত!

সৌদির প্রভাবশালী যুবরাজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বেশ কিছুদিন ধরে জনসম্মুখে অনুপস্থিত ইরানের বেশ কিছু গণমাধ্যমকে বিস্মিত করেছে। 
তাদের ধারণা, গত মাসে এক অভ্যুত্থান চেষ্টার সময় তিনি নিহত হন। খবর স্পুটনিক নিউজের।

ইরানের গণমাধ্যমগুলোর দাবি, গত ২১ এপ্রিল রিয়াদের রাজপ্রাসাদে এক হামলার ঘটনা ঘটে। এ সময় গোলাগুলিতে সৌদি যুবরাজ সালমান নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে আরব রাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্তকর্তার কাছে আসা গোপন প্রতিবেদনের বরাত দিয়ে ইরানের কাইহান পত্রিকা দাবি করছে, সৌদির রাজপ্রাসাদে হামলার সময় যুবরাজ সালমানের শরীরে দু'টি বুলেট আঘাত হানে। তিনি হয়তো মারা গেছেন। কারণ ওই ঘটনার পর যুবরাজকে আর প্রকাশ্যে দেখা যায়নি।

এদিকে, প্রেস টিভি বেশ কিছু বিষয়ের উপর নজর দিয়ে জানিয়েছে, ওই ঘটনার পর থেকে সৌদি কর্তৃপক্ষ যুবরাজ সালমানের কোনো ছবি বা ভিডিও প্রকাশ করেনি। এপ্রিলের শেষের দিকে যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সৌদি সফরে গেলে তখনও যুবরাজ সালমানকে কোনো ছবিতে দেখা যায়নি।

প্রেস টিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, গণমাধ্যমে যুবরাজ সালমানকে প্রায়ই দেখা যায়। কিন্তু রিয়াদে ওই গোলাগুলির পর গত ২৭ দিন ধরে তাকে আর গণমাধ্যম দেখা যাচ্ছে না। ফলে দীর্ঘ সময় যুবরাজ সালমানের এমন অনুপস্থিতি তার বেঁচে থাকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget