সালওয়ার পরে ছবিতে অভিনয়ের সুযোগ পাব না!
নির্ভয়ে যেকোন কথা বলার ক্ষমতা রাখে সে৷ এমনই চরিত্রে অভিনয় করতে দেখা গেছে বলিউড অভিনেত্রী মাহি গিলকে৷ রিল লাইফে যেভাবে তার সাহসীকতা প্রকাশ পায়৷ তেমনই রিয়েল লাইফেও সেই সাহসের দরকার হয়েছে বেশ কয়েকবার৷
ইন্ডাস্ট্রিতে আসার পর প্রথমদিকে কাস্টিং কাউচের কয়েকটি ঘটনা সম্প্রতি একটি সাক্ষাৎকারে ব্যক্ত করলেন নায়িকা৷ একবার নয়, মাহি বহুবার কাস্টিং কাউচের নানান ঘটনার শিকার হয়েছেন৷
তিনি জানান, “অনেক পরিচালকরা আমায় এই ধরণের অফার দেওয়ার চেষ্টা করেছেন। একবার আমি একজন পরিচালকের সঙ্গে দেখা করতে যাই৷
আমি সালোয়ার পরেছিলাম বলে উনি বললেন, সালওয়ার পরে যদি দেখা করতে আসি তাহলে আমি কখনই কোন ছবিতে অভিনয়ের সুযোগ পাব না৷”
সঙ্গে আরও একটি ঘটনার কথা জানান অভিনেত্রী। তিনি বলেন, “আরেকজন পরিচালক আমায় বলেছিল ‘আমি তোমায় নাইটি পরে দেখতে চাই’৷
বুঝতেই পারছেন চারিদিকে কত রকমের লোকজন থাকে৷”
এই ধরণের একের পর এক ঘটনা ঘটতেই থাকে৷ আর এতে মাহির মনবলও ভাঙতে শুরু করে৷ একটা সময় তিনি ভাবছিলেন আদেও ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করবেন কিনা।
ভয়ে ইন্ডাস্ট্রিতে কোন পরিচালক-প্রযোজকের সঙ্গে দেখা করা বন্ধ করে দিয়েছিলেন৷ পরের দিকে তিনি দুরদর্শনে সিরিয়াল করা শুরু করেন আয়ের জন্য৷
Salwar will not have the opportunity to act in the movie!
He has the power to speak anything boldly. In this role, Bollywood actress Mahi Gil has been seen acting in such a role. His bravery is manifested in the relay life. Similarly, the need to have courage in real life, several times.
After coming to the industry, the heroine of the Casting Cowcher recently revealed in an interview recently. Not once, Mahi has been the victim of several casting cases.
He said, "Many directors tried to give me such offers. Once I go to see a director.
As I was wearing Salwar, he said, if I come to meet Salwar then I will never get a chance to act in any movie. "
An actress told about another incident with the actress. He said, "Another director told me 'I want to see you next night'.
I can understand that there are so many people around. "
One such incident happened after another. And in this, Mahi Monbal started to break. At one time he wondered whether he would work in Adeo Film Industry.
Fear stopped meeting with a director-producer in the industry. Later on, he began to cereal on parsonry for income.
সালওয়ার পরে ছবিতে অভিনয়ের সুযোগ পাব না!
নির্ভয়ে যেকোন কথা বলার ক্ষমতা রাখে সে৷ এমনই চরিত্রে অভিনয় করতে দেখা গেছে বলিউড অভিনেত্রী মাহি গিলকে৷ রিল লাইফে যেভাবে তার সাহসীকতা প্রকাশ পায়৷ তেমনই রিয়েল লাইফেও সেই সাহসের দরকার হয়েছে বেশ কয়েকবার৷
ইন্ডাস্ট্রিতে আসার পর প্রথমদিকে কাস্টিং কাউচের কয়েকটি ঘটনা সম্প্রতি একটি সাক্ষাৎকারে ব্যক্ত করলেন নায়িকা৷ একবার নয়, মাহি বহুবার কাস্টিং কাউচের নানান ঘটনার শিকার হয়েছেন৷
তিনি জানান, “অনেক পরিচালকরা আমায় এই ধরণের অফার দেওয়ার চেষ্টা করেছেন। একবার আমি একজন পরিচালকের সঙ্গে দেখা করতে যাই৷
আমি সালোয়ার পরেছিলাম বলে উনি বললেন, সালওয়ার পরে যদি দেখা করতে আসি তাহলে আমি কখনই কোন ছবিতে অভিনয়ের সুযোগ পাব না৷”
সঙ্গে আরও একটি ঘটনার কথা জানান অভিনেত্রী। তিনি বলেন, “আরেকজন পরিচালক আমায় বলেছিল ‘আমি তোমায় নাইটি পরে দেখতে চাই’৷
বুঝতেই পারছেন চারিদিকে কত রকমের লোকজন থাকে৷”
এই ধরণের একের পর এক ঘটনা ঘটতেই থাকে৷ আর এতে মাহির মনবলও ভাঙতে শুরু করে৷ একটা সময় তিনি ভাবছিলেন আদেও ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করবেন কিনা।
ভয়ে ইন্ডাস্ট্রিতে কোন পরিচালক-প্রযোজকের সঙ্গে দেখা করা বন্ধ করে দিয়েছিলেন৷ পরের দিকে তিনি দুরদর্শনে সিরিয়াল করা শুরু করেন আয়ের জন্য৷
Post a Comment