সালওয়ার পরে ছবিতে অভিনয়ের সুযোগ পাব না!
নির্ভয়ে যেকোন কথা বলার ক্ষমতা রাখে সে৷ এমনই চরিত্রে অভিনয় করতে দেখা গেছে বলিউড অভিনেত্রী মাহি গিলকে৷ রিল লাইফে যেভাবে তার সাহসীকতা প্রকাশ পায়৷ তেমনই রিয়েল লাইফেও সেই সাহসের দরকার হয়েছে বেশ কয়েকবার৷ইন্ডাস্ট্রিতে আসার পর প্রথমদিকে কাস্টিং কাউচের কয়েকটি ঘটনা সম্প্রতি একটি সাক্ষাৎকারে ব্যক্ত করলেন নায়িকা৷ একবার নয়, মাহি বহুবার কাস্টিং কাউচের নানান ঘটনার শিকার হয়েছেন৷
তিনি জানান, “অনেক পরিচালকরা আমায় এই ধরণের অফার দেওয়ার চেষ্টা করেছেন। একবার আমি একজন পরিচালকের সঙ্গে দেখা করতে যাই৷
আমি সালোয়ার পরেছিলাম বলে উনি বললেন, সালওয়ার পরে যদি দেখা করতে আসি তাহলে আমি কখনই কোন ছবিতে অভিনয়ের সুযোগ পাব না৷”
সঙ্গে আরও একটি ঘটনার কথা জানান অভিনেত্রী। তিনি বলেন, “আরেকজন পরিচালক আমায় বলেছিল ‘আমি তোমায় নাইটি পরে দেখতে চাই’৷
বুঝতেই পারছেন চারিদিকে কত রকমের লোকজন থাকে৷”
এই ধরণের একের পর এক ঘটনা ঘটতেই থাকে৷ আর এতে মাহির মনবলও ভাঙতে শুরু করে৷ একটা সময় তিনি ভাবছিলেন আদেও ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করবেন কিনা।
ভয়ে ইন্ডাস্ট্রিতে কোন পরিচালক-প্রযোজকের সঙ্গে দেখা করা বন্ধ করে দিয়েছিলেন৷ পরের দিকে তিনি দুরদর্শনে সিরিয়াল করা শুরু করেন আয়ের জন্য৷
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.