আকাশ থেকে পড়ছে আগুনের গোলা,আতঙ্কিত গ্রামবাসী ( ভিডিও )

It says the fireball may have been the re-entry of the SL-23 rocket and the three metal spheres were fuel tanks belonging to a satellite. Locals stunned when giant metal spheres fall from sky in massive fireballs. Most people thought it was a meteorite strike According to the Peruvian Air Force, the incident may have been the spectacular reentry of the SL-23 rocket and three spherical objects were fuel tanks from a satellite. It comes as five circular UFOs were seen above California on January 13. NASA is also preparing celestial super blood moon event,

 It says the fireball may have been the re-entry of the SL-23 rocket and the three metal spheres were fuel tanks belonging to a satellite. Locals stunned when giant metal spheres fall from sky in massive fireballs. Most people thought it was a meteorite strike

ঘটনাটি ঘটেছে পেরুর পুনোতে৷ আকাশ থেকে বৃষ্টি নয়, নেমে আসছে একের পর এক অদ্ভুত বস্তু৷ আগুনে ঝলসানো সেই বস্তু৷


 যা দেখে আতঙ্কিত গ্রামবাসী৷ কৃষিজমির উপর নেমে আসছে এই আগুনের গোলা৷ আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা এবং চাষীরা৷

সম্প্রতি একটি ভিডিও ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়াতে৷ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিওটি৷ পুনোর তিঙ্গো মারিয়া এবং পুকাল্লাপা এই দুই শহরের কৃষিজমিতেই এই ঘটনাটি ঘটেছে৷ এই দুই শহরের দূরত্ব একে অপরের থেকে মাত্র ১১৫ মাইল৷

ঘটনার পর পর্যবেক্ষণ করার জন্য ঘটনাস্থলে এসে পৌঁছেছেন পেরুর বিমান বাহিনীর কর্মীরা৷

 তারা জানিয়েছেন, এই তিনটি বস্তু আদতে ফুয়েল ট্যাঙ্ক SL-23 rocket৷ তবে, এটি কোন আন্তর্জাতিক বিমানের ধ্বংসাবশেষ নয়৷

কারণ সেই মুহূর্তে ওই এলাকার উপর দিয়ে কোন আন্তর্জাতিক বিমান যাতায়াত করেনি৷


Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget