হিসাব উল্টে সিংহী দত্তক নিয়েছে হরিণ শাবককে!

The fascinating set of images show a grieving lioness apparently adopting the baby springbok as if The shots show the lioness holding the young springbok back from running away, cleaning it ... after her own cubs were killed by a rival male lion. Photographer Gordon Donovan, from New York, claims that the bizarre scene played out for Gordon Donovan was thrilled by the 'bizarre' site of a lioness grooming an antelope

Heartwarming snaps show lion bonding with the little antelope

পশু কথাটা থেকেই এসেছে পাশবিক৷ মানুষ থেকে এসেছে মানবিক৷ কিন্তু বর্তমান সমাজ বোধহয় এখন আর এই কথা গুলোকে অতটা গুরুত্ব দেয়না৷ 



হিসাব উল্টে যাচ্ছে দিন দিন৷ জাতিভেদ আর সংঘর্ষে মানুষ যখন জর্জরিত তখন পাশবিকতার বিপরীত এক উদাহরণ সামনে এল৷

নামিবিয়ার ইতোশা ন্যাশনাল পার্কে এক সিংহী দত্তক নিয়েছে এক হরিণ শাবককে৷

মাতৃস্নেহে লালন পালন করছে তাকে৷ সিংহীর নিজের শাবক ছিল৷ সেই শাবকদের মেরে ফেলেছে আরেকটি সিংহ৷ সন্তানহারা হয়ে পড়েছে সেই সিংহী৷


এরপর সিংহী তার মাতৃত্ব উজাড় করে দিয়েছে হরিণছানার উপর৷ তাকে নিয়ে খেলছে৷







তাকে চেঁটে পরিস্কার করে দিচ্ছে৷ জানা গেছে, মা সিংহী তার দত্তকি হরিণছানাকে বাঁচিয়েছে বেশকিছু অন্তঃসত্বা সিংহিদের হাত থেকেও৷


Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget