গেইলের দিনে পুরস্কার জিতলেন সাকিব!
দিনটা ছিল গেইলের। সেই গেইলের দিনেও যে পুরস্কার জেতা যায় তা প্রমাণ করলেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার রেকর্ড গড়ার হাতছানি সামনে নিয়ে মাঠে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
এদিন সাকিব আল হাসান কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে কোনো উইকেট পাননি। বোলিংয়ে তার বিবর্ণ দিনে ঝড় তুলে দারুণ এক সেঞ্চুরি করেছেন ক্রিস গেইল।
টস জিতে ব্যাট করতে নেমে গেইল ঝড়ে ৩ উইকেটে ১৯৩ রান করে কিংস ইলেভেন পাঞ্জাব। রান তাড়ায় ৪ উইকেটে ১৭৮ রান করে হায়দরাবাদ। টুর্নামেন্টে এটাই তাদের প্রথম পরাজয়।
সপ্তম ব্যাটসম্যান হিসেবে নেমে সাকিব ছিলেন সফল। তিনি ক্রিজে আসার সময় ২০ বলে হায়দরাবাদের প্রয়োজন ছিল ৬১ রান। সাকিব করেন ১ চার ও ২ ছক্কায় সাকিব ১২ বলে অপরাজিত ২৪ রান।
কিন্তু সাকিবের অপরাজিত বিধ্বংসী ইনিংসটি দলকে এনে দিতে পারেনি জয়। তবে হারের ব্যবধান কমিয়ে সম্মানজনক পরাজয়ের পেছনে ছিল সাকিবের অবদান।
আর এই অবদানের পুরস্কার হিসেবে 'সুপার স্ট্রাইকার অব দ্যা ম্যাচ' পুরস্কার জিতেন সাকিব।
Post a Comment