দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন সাবেক 'মিস আমেরিকা'!

দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন সাবেক 'মিস আমেরিকা'! ২০০৫ সালে মিস আমেরিকা হয়ে সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন তিনি। খেতাব জেতার পরে খোলাখুলিই ঘোষণা করেছিলেন, ‘‌আমি উভকামী।’‌ সেই সময় তার এমন সাহসিকতার প্রশংসা করেছিলেন অনেকেই। কেউ বা করেছিলেন সমালোচনা। তবে কোনও নিন্দা, বিদ্রুপে যে কান দেওয়ার পাত্রী তিনি নন, সেটা ফের বুঝিয়েদিলেন ডেইড্রি ডাউনস গান। সম্প্রতি দীর্ঘদিনের বান্ধবী অ্যাবট জোন্সকে বিয়ে করেছেন তিনি। তাদের বিয়ের ছবি এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে পেশায় চিকিৎসক ডেইড্রির সঙ্গে পেশায় আইনজীবী অ্যাবটের প্রেম দীর্ঘদিনের। বহুদিন ধরেই তারা একসঙ্গে থাকছিলেন। এর আগে অবশ্য ২০০৮ সালে বিয়ে হয়েছিল ডেইড্রির। কিন্তু বিবাহবিচ্ছেদ হয়ে যায়। তার একটি ৮ বছরের ছেলেও রয়েছে। ৩৭ বছর বয়সী ডেইড্রি বলেছেন, ‘‌আমাদের পরিবার ও বন্ধুরা আমাদের পাশে ছিল। তাদের সামনেই আমরা একসঙ্গে থাকার ও একে অপরকে ভালবাসার শপথ নিয়েছি। এটা আমার জীবনের অন্যতম সেরা দিন। অ্যাবটের মতো একজন সঙ্গিনীকে পাশে পেয়ে আমি অত্যন্ত গর্বিত।’‌ Former Miss America Deidre Downs Gunn marries the same-sex partner in Alabama wedding She came to the news head of Miss America in 2005. After winning the title openly declared, 'I am bisexual.' At that time, he praised his courage. Someone did criticize or did. But no condemnation and ridicule that he is not the woman, again, it is understood that Dedy Downs song. She recently married longtime girlfriend Abbott Jones. Their wedding pictures are currently on Viral Social Media. At the time of profession, a profession with lawyer Diedri, lawyer Abbott's love long They had been living together for a long time. Earlier, in 2008, Dadri was married. But divorce is gone. He also has an 8-year-old son. 37-year-old Daddy says, 'Our family and friends were beside us. In front of them, we swore to stay together and to love each other. This is one of the best days of my life. I am very proud to have a friend like Abbott. '


Former Miss America Deidre Downs Gunn marries same-sex partner in Alabama wedding

দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন সাবেক 'মিস আমেরিকা'!

২০০৫ সালে মিস আমেরিকা হয়ে সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন তিনি। খেতাব জেতার পরে খোলাখুলিই ঘোষণা করেছিলেন, ‘‌আমি উভকামী।’‌ সেই সময় তার এমন সাহসিকতার প্রশংসা করেছিলেন অনেকেই।

Deidre Downs wearing a dress: Miss America 2005 Deidre Downs, of Alabama

কেউ বা করেছিলেন সমালোচনা। তবে কোনও নিন্দা, বিদ্রুপে যে কান দেওয়ার পাত্রী তিনি নন, সেটা ফের বুঝিয়েদিলেন ডেইড্রি ডাউনস গান।

সম্প্রতি দীর্ঘদিনের বান্ধবী অ্যাবট জোন্সকে বিয়ে করেছেন তিনি। তাদের বিয়ের ছবি এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

বর্তমানে পেশায় চিকিৎসক ডেইড্রির সঙ্গে পেশায় আইনজীবী অ্যাবটের প্রেম দীর্ঘদিনের। বহুদিন ধরেই তারা একসঙ্গে থাকছিলেন। এর আগে অবশ্য ২০০৮ সালে বিয়ে হয়েছিল ডেইড্রির। কিন্তু বিবাহবিচ্ছেদ হয়ে যায়।

তার একটি ৮ বছরের ছেলেও রয়েছে। ৩৭ বছর বয়সী ডেইড্রি বলেছেন, ‘‌আমাদের পরিবার ও বন্ধুরা আমাদের পাশে ছিল।

 তাদের সামনেই আমরা একসঙ্গে থাকার ও একে অপরকে ভালবাসার শপথ নিয়েছি। এটা আমার জীবনের অন্যতম সেরা দিন।

 অ্যাবটের মতো একজন সঙ্গিনীকে পাশে পেয়ে আমি অত্যন্ত গর্বিত।’‌

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget