বৃদ্ধ বাবাকে আছড়ে হত্যা করে পালিয়েছে ছেলে!
গাজীপুরে ভবন নির্মাণকে কেন্দ্র করে বৃদ্ধ বাবাকে আছড়ে হত্যা করেছে ছেলে। মৃত সেই বৃদ্ধের নাম গিয়াস উদ্দিন। তার বয়স ৭০ বছর।
বৃহস্পতিবার রাতে গাজীপুর জেলার জয়দেবপুর থানার ভাওয়াল এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘাতক সেই ছেলের নাম ছমির উদ্দিন (২৮)। ঘটনার পর থেকে ছমির উদ্দিন পলাতক রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবন নির্মাণ নিয়ে গিয়াস উদ্দিনের সঙ্গে ছেলে ছমির উদ্দিনের ঝগড়া হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ ছেলে বৃদ্ধ পিতাকে উচু করে ধরে আছাড় দেয়। এতে ঘটনাস্থলেই গিয়াস উদ্দিনের মৃত্যু হয়।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাছেদ মিয়া জানান, খবর পেয়ে পুলিশ রাত ১০টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.