Separate arrangements for prayers at the movie in Saudi |
সৌদিতে সিনেমা হলে নামাজের জন্য আলাদা ব্যবস্থা!
চলতি বছরের ২১ এপ্রিল থেকে সৌদি আরবে চালু হয় সিনেমা হল। দীর্ঘ ৩৫ বছর পর হলিউডের ব্ল্যাক প্যান্থার ছবিটি দিয়ে দেশটির রাজধানী রিয়াদে সিনেমা হলের যাত্রা শুরুর মধ্যে দিয়ে সিনেমা হলগুলিতে দর্শকের উপচে পড়া ভিড় দেখা গেছে।বিশ্ব সংস্কৃতিকর্মীরা সিনেমা হল চালুর মধ্য দিয়ে দেশটি নতুন এক সাংস্কৃতিক যুগের পথে যাত্রা করেছে বলে মনে করলেও অনেকেই ব্যাপারটিকে ধর্মীয় রীতিনীতি পালনের সঙ্গে সাংঘর্ষিক বলেও সমালোচনা করছেন।
এবার সেই সমালোচনাকারীদের মুখ বন্ধ করতে হল মালিকপক্ষ সিনেমা চলাকালীন নামাজের সময় যেন হলে দর্শক নামাজ পড়তে পারে সেজন্য আলাদা রুমের ব্যবস্থা করছে বলে জানা গেছে।
গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব থিয়েটার ওনার্সের প্রেসিডেন্ট জন ফিথিয়ান জানান, আসন্ন রমজান মাস উপলক্ষেই এই ব্যবস্থা করা হচ্ছে।
এখন থেকে নতুন যে হলগুলো নির্মাণ করা হবে, সেগুলোর প্রতিটিতে অবশ্যই নামাজের জন্য নির্ধারিত রুম তৈরি করা হবে।
Post a Comment