Geoami China's me electric scooter

বাটন চাপ দিলেই ভাঁজ হবে স্কুটার!

Inokim's Quick-3 e-scooter can be folded in three seconds. Photo: courtesy

জিওমি চীনের বাজারে নিয়ে আসছে মি ইলেকট্রিক নামে একটি স্কুটার। ভাঁজ করে বহন করা যায় এমন ডিজাইনের স্কুটারটি সাদা এবং কালো রঙের। স্কুটারটি ইতোমধ্যে চিনের বাজারে চলে এসেছে।

মি ইলেকট্রিক স্কুটারটি ২৯০ মার্কিন ডলারে বিক্রি হবে। জিওমির এই স্কুটারটি তৈরি করা হয়েছে বিমান গ্রেডের অ্যালুমিনিয়াম দিয়ে।

স্কুটারটির ওজন ১২.৫ কেজি। ইলেক্ট্রিক স্কুটারটি প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ২৫ কিলোমিটার চলে। এতে এলজি ১৮৫০ ইভি-লিথিয়াম আয়ন সেলসহ ২৮০ ওয়াট আওয়ার সাপোর্টেড ব্যাটারি আছে। এটি সর্বোচ্চ ৫০০ ওয়াট পর্যন্ত ক্ষমতা প্রদানে সক্ষম।

মজার বিষয় হলো মি ইলেক্ট্রিক স্কুটারটি একটি মাত্র বাটন চাপ দিয়েই ভাঁজ করা যায়। জিওমি সংস্থা জানিয়েছে, মাত্র তিন সেকেন্ডে এই স্কুটারটি ভাঁজ করা যাবে। সেক্ষেত্রে খুব সহজেই স্কুটারটি বহন করা যাবে।

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget