Arshi Khan is one of the most interesting and entertaining contestants in Bigg Boss 11. Popularly known as the Naagin of the house, when she's not involved in fights and arguments with fellow housemates, she can be seen discussing some interesting episodes from her personal life with them.
We came across this unseen video published on Voot in which Arshi can be seen sharing the incident when her father found a box of condoms in her cupboard. She was talking to Vikas Gupta and Puneesh Sharma. What happened was, Arshi's father once came to visit her at her flat in Mumbai and decided to clean her cupboard when she had gone out for work.
While he was at it, he happened to find a box of something (she doesn't mention exactly what). Arshi then reveals that soon after that she got a call from her mother who asked her, "Ye kya hai?..." further suggesting that it had been removed from the box and used.
বরাবরই খবরের শিরোনামে থাকতে চান আরশি খান। তবে বেশিরভাগ ক্ষেত্রে বিতর্কিতভাবে তার নাম খবরের পাতায় উঠে আসে। এবারও তার ব্যতিক্রম নয়।
বিগ বস ১১-এর প্রতিযোগী আরশি খান এবার নিজের জীবনের গোপন বিষয়কে ক্যামেরার সামনে প্রকাশ করে খবরের শিরোনাম হলেন।
জি নিউজের খবর, আরশি খানের ঘরে নাকি তাঁর বাবা একবার কনডম খুঁজে পেয়েছিলেন। তাও আবার ব্যবহার করা। এরপরই আরশিকে তাঁর মা ফোন করে গোটা বিষয়টি জানালে, ভয় পেয়ে যান আরশি। সঙ্গে সঙ্গে বান্ধবীর বাড়িতে যান আরশি এবং তাঁকে সঙ্গে করে বাড়িতে নিয়ে আসেন।
আরশির বান্ধবী জানান, ওই প্যাকেট তাঁর। তাই ওই ঘরে যা পাওয়া গেছে, তার দায় আরশির নেই। তিনিই আরশিকে প্যাকেটটি রাখার জন্য দিয়েছিলেন।
আরশির ওই স্বীকারোক্ত শুনে একটি অনলাইন পোর্টালের তরফে তাঁর ভোজপুরি অভিনেত্রী বান্ধবী মহিমা সিং পুরিকে ফোন করা হয়।
মহিমা জানান, ওইদিন আরশির বাড়িতে গিয়ে মিথ্যা বলতে হয়েছিল তাঁকে। আরশির বাবার সামনে এর জন্য তাঁকে ক্ষমাও চাইতে হয়েছিল বলে জানান মহিমা।
ওই ঘটনা সামনে আসার পর ফের বিতর্কের কেন্দ্রে চলে এসেছেন আরশি খান।
Post a Comment