![]() |
Switzerland draw proves Brazil need to work hard to win the World Cup |
নেইমারকে তুলোধুনো করে ছাড়ল ব্রাজিল মিডিয়া!
ফেভারিট হিসেবে রাশিয়া বিশ্বকাপ মিশন শুরু করা বেশিরভাগ দলই আছে কোণঠাসা অবস্থায়। মেক্সিকোর সঙ্গে ১-০ হেরে হেরেছে জার্মানি।আর্জেন্টিনার মতো গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ড্র করেই মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলকে। রাশিয়ার রোস্তভ অন স্টেডিয়ামে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ সমতায় মাঠ ছেড়েছে তারা। অথচ বিশ্বকাপ শুরুর আগে সবচেয়ে সম্ভাবনাময় তারকা ও ব্রাজিলের প্রাণ ভোমরা আখ্যা দেওয়া নেইমারকে
বল পায়ে স্বরূপে দেখা যায়নি। তাই নেইমারের মুণ্ডপাত করতে ছাড়েনি ব্রাজিল মিডিয়া।
![]() |
Brazil captain Neymar was fouled TEN times against Switzerland |
পিএসজি তারকাকে ‘স্বার্থপর’ বলার সঙ্গে তার পারফরম্যান্সকে ‘সম্পূর্ণ একটা বিপর্যয়’ হিসেবে উল্লেখ করেছে ব্রাজিল মিডিয়া। দেশটির মিডিয়ার ভাষায়, এমন ম্যাচে প্রায় নিষ্প্রভ ছিলেন নেইমার। ইএসপিএন ব্রাজিল তাদের শিরোনাম করেছে, ‘নেইমার ছিলেন সম্পূর্ণ বিপর্যস্ত’।
ওই প্রতিবেদনে ইএসপিএন ব্রাজিলের প্রধান আর্নালল্ডো রিবেরিও বলেছেন, ‘তার (নেইমার) খেলা গ্রহণযোগ্য ছিল না। তাকে বদল করা উচিত ছিল।
ব্রাজিল একটি ভালো দল এবং সমস্যা থেকে নিজেদের বের করে আনার সামর্থ্যও আছে তাদের। কিন্তু নেইমার একাই ম্যাচ জেতাতে চায়। এতেই তিনি ব্যর্থ।’
আরেকটু সংযোজন করে রিবেরিও’র মন্তব্য, ‘সাম্প্রতিক অপারেশনের জন্য তার একটি অজুহাত আছে। কিন্তু তিনি পারফর্ম করতে পারেননি এবং দলের জন্য ভালো হয় এমন কিছুও করতে পারেনি। এর চেয়ে ডগলাস কস্তাকে খেলানো অনেক ভালো ছিল। তবে এখনও বুঝতে পারছি না যে, কেন সে (কস্তা) খেলছে না।’
ফক্স স্পোর্টস ব্রাজিলের সিনিয়র সাংবাদিক ওসভাল্ডো প্যাসকোলা বলেছেন, ‘এভাবে খেলাটাকে বলা যায়- অস্পষ্ট ও সাধারণ ফুটবল। এটাও আশ্চর্যজনক যে তিতে তাকে (ডগলাস কস্তা) একটি মিনিটও খেলতে দেননি।’
আরেক ব্রাজিলিয়ান মিডিয়া ‘টেম্পো ব্রাজিল’ লিখেছে, ‘প্রত্যাশার চেয়ে অনেক কম কিছু করেছেন নেইমার। এ কারণেই সুইজারল্যান্ডের বিরুদ্ধে জিততে পারেনি ব্রাজিল।’
শুধু সংবাদমাধ্যমগুলোই নয়, ব্রাজিলের সাবেক ফুটবলাররাও সমালোচনায় মুখোর ছিলেন। সাবেক ফুটবলার জে ইলিয়াস বলেছেন, ‘মাঠে তিনি (নেইমার) ছিলেন স্বার্থপর এবং এজন্যই তিনি এতো ফাউলের শিকার হয়েছেন। বড় সমস্যা হল নেইমার দল হিসাবে ফুটবল খেলাটা ভুলে গেছেন, সেই সঙ্গে বল দখলে রাখাটাও।’
ইনজুরি কাটিয়ে নেইমার যে এখনও পুরোপুরি ফিট নয়, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সুইজারল্যান্ডের বিরুদ্ধে চাপের মুহূর্তে তাঁর পা থেকে আক্রমণাত্বক শট দেখা যায়নি। সেই সঙ্গে পায়ের চোট নিয়ে ম্যাচের মাঝে বারবার মাটিতে আছড়ে পড়েছেন।
ব্রাজিলের অভিযান ম্যাচে নেইমারের হতাশাজনক পারফরম্যান্সের পর তাকে নিয়ে বিশ্বকাপে অনেকেই আশা ছেড়ে দিচ্ছেন। প্রথমার্ধে কুতিনহোর গোলে এগিয়ে গিয়েও নেইমাররা সুইসদের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে।
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.